জুনিয়র অফিসার

Published at: 28/02/2021 - 05:46:01 AM Deadline: 28/03/2021 - 12:00:00 AM Fees: 0.00 Taka

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন বানিজ্যিক ব্যাংক এর অর্থায়নে পরিচালিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা যাচ্ছে।


পদ সংখ্যাঃ ৭০

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক, প্রকৌশল ডিপ্লোমা, স্বাস্থ্য, কৃষি, কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা অথবা সমমানের পরীক্ষায় পাস, স্নাতক বা সমমানের পাস এবং স্নাতকোত্তর পাস। উচ্চতর ডিগ্রীধারী/ অধিক শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তবে এ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং, ইংরেজি, জার্নালিজম, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়ে ডিগ্রীধারীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।

 

অভিজ্ঞতাঃ জাতীয় পর্যায়ের এনজিও তে স্থায়ী পদে ক্ষুদ্রঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সনদ/প্রত্যয়ন পত্রের কপি অনলাইনে আবেদন ফর্মে আপলোড দিতে হবে। যথাযথ অভিজ্ঞতা না থাকলে আবেদন বাতিল বলে গন্য হবে।

বেতন ভাতাঃ জুনিয়র অফিসারের ক্ষেত্রে বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ৩ টি এ, বি এবং সি গ্রেডে বিভক্ত। গ্রেড ভিত্তিতে স্থায়ী পদের জন্য সর্বসাকুল্যে যথাক্রমে উচ্চ মাধ্যমিক বা সমমানের পাসের ক্ষেত্রে সি গ্রেডে ১৪,৯৮০/- টাকা, স্নাকোত্তর বা সমমানের পাসের ক্ষেত্রে বি গ্রেডে ১৬,৫৭৪/- টাকা এবং স্নাকোত্তর পাসের ক্ষেত্রে এ গ্রেডে ১৮,৩৬০/- টাকা প্রদান করা হবে।

এছাড়া প্রশাসনিক নীতিমালা মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধাদি সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস বছরে ৩টি, বাৎসরিক ইনক্রিমেন্ট, শিক্ষা ভাতা, মোবাইল ভাতা,  মৃত্যু ও স্বাস্থ্য বীমা ইত্যাদি প্রযোজ্য হবে।

শর্তাবলী:

 

  • বয়স অনুর্দ্ধ ৩০ বছর। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • মাঠ পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা সহ দাপ্তরিক কাজে অধিক সময় কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। 
  • সংশ্লিষ্ট পদের জন্য বাই-সাইকেল চালানোর দক্ষতা থাকতে  হবে।
  • মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সসহ চালানোর দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
  • চাকুরীতে যোগদানের পর সংস্থার নির্ধারিত কনফিগারেশনের স্মার্ট (এ্যান্ড্রয়েড/আইওএস) ফোন ব্যাবহার করতে হবে।
  • চাকুরীতে যোগদানের সময় সংস্থার অনুমোদিত স্বাস্থ্য কেন্দ্র হতে স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্ট এর রিপোর্ট/সনদ জমা দিতে হবে।
  • আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, সেক্ষেত্রে (https://jobs.proyas.org/jobs/25/apply), লিংক এ গিয়ে আবেদন জমা দিতে হবে এবং আবেদনের নির্ধারিত ফর্ম সঠিকভাবে পুরণ করে দাখিল করার পর আইডি নম্বর প্রাপ্তির পর  প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। 
  • অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮/০৩/২০২১ইং। 
  • অনলাইন আবেদনপত্রের সাথে আবেদনকারীকে (২৫০x৩০০) পিক্সেল সাইজের সদ্য তোলা (পাসপোর্ট সাইজের) ছবি আপলোড করতে হবে। 
  • নির্বাচিত প্রার্থীগণকে চাকুরীতে যোগদানের সময় এক মাসের বেতন-ভাতা সমপরিমান অর্থ নগদ ফেরতযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে। 
  • আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য প্রবেশপত্র সহ অংশগ্রহন করতে হবে। নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি সহ উপস্থিত হতে হবে। পরীক্ষার সময়সূচী মোবাইল/ই-মেইল মাধ্যমে যথা সময়ে জানানো হবে।
  • উপরোক্ত সকল পদের উত্তীর্ন প্রার্থীদের নিয়েগের জন্য প্যানেল গঠন করা হবে এবং উক্ত প্যানেল হতে পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

Any query please contact me:

Md. Shihab Ali 
Proyas Manobik Unnayan Society 
Mobile: 01713-248563 or 01729-815639

 

Apply on this job