আঞ্চলিক ব্যবস্থাপক

Published at: 01/11/2021 - 10:41:15 PM Deadline: 29/11/2021 - 12:00:00 AM Fees: 0.00 Taka

“প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি-(প্রয়াস)” ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এবং এম আর সনদপত্র নং -০০৯৭৮-০০৯৮৬-০০২৪৮। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রাজশাহী-রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন কর্মসূচি/কার্যক্রম বাস্তবায়ন কারে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন বানিজ্যিক ব্যাংক এর অর্থায়নে পরিচালিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা যাচ্ছে


পদের সংখ্যা ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

স্নাতকোত্তর পাস। এ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং, ইংরেজি, জার্নালিজম, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়ে ডিগ্রীধারীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। সংশ্লিষ্ট পদে ক্ষুদ্রঋণ কার্যক্রম এর সর্বনিম্ন  ৬ টি শাখা পরিচালনায় ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ক্ষুদ্র উদ্যেগ ঋন (এসএমই) কার্যক্রমে অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

বয়স :

অনুর্দ্ধ ৩৫ বছর। তবে অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন ভাতা:

২৭,০৪০/- হতে সর্বোচ্চ ৪০,০০০/- টাকার মধ্যে যোগ্যতা অনুযায়ী যে কোন পরিমাণ বেতন আলোচনা সাপেক্ষ নির্ধারন করা হবে।

শর্তাবলী:

  • মাঠ পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা সহ দাপ্তরিক কাজে অধিক সময় কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। 
  • সংশ্লিষ্ট পদের জন্য বাই-সাইকেল চালানোর দক্ষতা থাকতে  হবে।
  • মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সসহ চালানোর দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
  • চাকুরীতে যোগদানের পর সংস্থার নির্ধারিত কনফিগারেশনের স্মার্ট (এ্যান্ড্রয়েড/আইওএস) ফোন ব্যাবহার করতে হবে।
  • চাকুরীতে যোগদানের সময় সংস্থার অনুমোদিত স্বাস্থ্য কেন্দ্র হতে স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট/সনদ জমা দিতে হবে।
  • আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, সেক্ষেত্রে (https://jobs.proyas.org/jobs/27/apply), লিংক এ গিয়ে আবেদন জমা দিতে হবে এবং আবেদনের নির্ধারিত ফর্ম সঠিকভাবে পুরণ করে দাখিল করার পর আইডি নম্বর প্রাপ্তির পর  প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। 
  • অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯/১১/২০২১ইং। 
  • অনলাইন আবেদনপত্রের সাথে আবেদনকারীকে (২৫০x৩০০) পিক্সেল সাইজের সদ্য তোলা (পাসপোর্ট সাইজের) ছবি আপলোড করতে হবে। 
  • নির্বাচিত প্রার্থীগণকে চাকুরীতে যোগদানের সময় এক মাসের বেতন-ভাতা সমপরিমান অর্থ নগদ ফেরতযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে। 
  • আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য প্রবেশপত্র সহ অংশগ্রহন করতে হবে। নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি সহ উপস্থিত হতে হবে। পরীক্ষার সময়সূচী মোবাইল/ই-মেইল মাধ্যমে যথা সময়ে জানানো হবে।
  • উপরোক্ত সকল পদের উত্তীর্ন প্রার্থীদের নিয়েগের জন্য প্যানেল গঠন করা হবে এবং উক্ত প্যানেল হতে পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

Any query please contact:

Md. Shihab Ali 
Proyas Manobik Unnayan Society 

 

Mobile: 01713-248563 or 01729-815639
Apply on this job