রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE) প্রকল্প
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (যার সনদ নং ০০৯৭৮-০০৯৮৬-০০২৪৮)। বাংলাদেশ সরকার এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) -এর যৌথ অর্থায়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE)’ শীর্ষক একটি প্রকল্প চালু করছে। প্রকল্পের লক্ষ্য হল এমন পরিষেবা প্রদান করা যা কম আয়ের শহুরে যুবকদের এবং কোভিড-১৯ দ্বারা ক্ষতিগ্রস্ত শহুরে যুবকদের উপার্জনের সুযোগ বাড়াতে পারে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি RAISE প্রকল্পের অধীনে প্রকল্প ব্যবস্থাপনার জন্য যোগ্য পেশাদার জনবল খুঁজছে। পদের বিস্তারিত শর্তাবলী (ToR) নিচে দেওয়া হল।
১) সমন্বয়কারী-১টি পদ
২) কেস ম্যানেজমেন্ট অফিসার (CMO)-১টি পদ
বিস্তারিতঃ
১) সমন্বয়কারী-১টি পদ
সমন্বয়কারী প্রকল্প বাস্তবায়ন ইউনিট (PIU) পর্যায়ে প্রকল্পের সামগ্রিক ব্যবস্থাপনার জন্য কাজ করবেন। তিনি সংস্থার ফোকাল পারসন এবং সর্বোপরি নির্বাহী পরিচালকের তত্ত্বাবধানে কাজ করবেন।
দায়িত্ব ও কার্যাবলী
• পিকেএসএফ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরামর্শ করে সম্প্রদায়ের সম্পৃক্ততা, মাঠ পরিদর্শন এবং সাক্ষাৎকারের মাধ্যমে মাঠ পর্যায়ের জন্য কর্মসূচি গ্রহণ, কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন;
• তালিকাভুক্তি প্রক্রিয়া, প্রশিক্ষণ কার্যক্রম, কর্মসংস্থান এবং প্রকল্প অংশগ্রহণকারীদের অগ্রগতি নিশ্চিত করণ এবং প্রশিক্ষণের ফলাফল রিপোর্ট প্রস্তুতকরণ;
• প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতকরণ, প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট প্রোগ্রাম সম্পর্কে অংশগ্রহণকারীদের এবং স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত গ্রহণ;
• মূল স্টেকহোল্ডারদের সাথে সংলাপ, মিটিং, ওয়ার্কশপ, সেমিনার এবং অন্যান্য আউটরিচ প্রোগ্রাম সংগঠিতকরণ এবং সময়মতো বিভিন্ন প্রোগ্রামের প্রশিক্ষণের সুবিধা প্রদান করা;
• পরিবেশগত এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত সমস্যা, প্রকল্পের অভিযোগ প্রতিকার প্রক্রিয়া (GRM) সহ প্রোগ্রামের গুণগতমান নিশ্চিত করার জন্য প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী তা সমাধান করা;
• মাসিক, ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা এবং সময়মতো PKSF-এ প্রেরণ করা;
• সংগঠনের ক্ষুদ্রঋণ দল এবং PKSF এর প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU)-এর সাথে সমন্বয় সাধন এবং
• কর্তপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোন কাজ সম্পাদন করা।
শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা
• ব্যবসায় প্রশাসন/ব্যবস্থাপনা/অ্যাকাউন্টিং/ফাইনান্স/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ/সোশ্যাল /সমাজবিদ্যা/উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ/কৃষি অথবা সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে CSE/EEE/সিভিল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতকোত্তর;
• কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণ করা হবে না;
• প্রজেক্ট ম্যানেজমেন্ট/উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে;
• মাইক্রোসফট্ অফিস প্যাকেজে ভালো অপারেটিং দক্ষতা থাকতে হবে;
• বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই দক্ষ যোগাযোগ এবং প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা
উন্নয়ন সংস্থায় ৫ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা সহ ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমা: সর্বোচ্চ ৫০ বছর।
কর্মক্ষেত্র: প্রয়াসের কর্মএলাকা; অধিক ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকতে হবে।
নিয়োগের সময়কাল : অস্থায়ী ভিত্তিতে ৫ বছর (পারফরম্যান্সের উপর ভিত্তি করে নিয়েগের মেয়াদ বৃদ্ধি হতে পারে)
বেতন ও ভাতা: মাসিক মাসিক সর্বসাকুল্যে ৬০,০০০/- (ষাট হাজার টাকা) এবং প্রকল্প ও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। (বাংলাদেশের আইন অনুযায়ী সকল প্রযোজ্য কর সহ)
২) কেস ম্যানেজমেন্ট অফিসার (CMO)-১টি পদ
কেস ম্যানেজমেন্ট অফিসার (সিএমও) প্রকল্প বাস্তবায়নের গুণগতমান উন্নত করতে, প্রকল্পের অংশগ্রহণকারীদের পাশাপাশি স্টেকহোল্ডারদের সর্বোচ্চ সন্তুষ্টির জন্য কাজ করবেন। সফল প্রার্থী অন্যান্য প্রকল্প বাস্তবায়ন ইউনিটের কর্মীদের সহায়তায় চাকরিতে প্রশিক্ষণার্থীর তালিকাভুক্তি প্রক্রিয়ার জন্য কাজ করবেন।
দায়িত্ব ও কার্যাবলী
• সাইকোমেট্রিক প্রোফাইলিংয়ের মাধ্যমে পৃথক মূল্যায়ন সম্পাদন করতে হবে এবং বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং (BMT) এবং শিক্ষানবিশ প্রোগ্রাম (AP) এর জন্য সম্ভাব্য অংশগ্রহণকারীদের সনাক্ত করা;
• ব্যক্তি এবং দলভিত্তিক পরামর্শ প্রদান করতে হবে, কর্মজীবন পরিকল্পনায় প্রোগ্রামে অংশগ্রহণকারীদের চাহিদা, পছন্দ এবং ক্ষমতা মূল্যায়নে সহায়তাকরণ এবং নিবিড় তত্ত্বাবধান, পরামর্শদান এবং কোচিং এর মাধ্যমে তাদের ভূমিকায় সফল হতে সহায়তা করা;
• প্রশিক্ষণ/ওয়ার্কশপ/উঠান বৈঠকের সেশনের পরিচালনা করা এবং রেফারেল নিশ্চিত করতে অন্যান্য ব্যক্তি/প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করা এবং যেখানে RAISE-এর সক্ষমতা বা বিশেষ সহায়তা নেই এমন ক্ষেত্রে স্থানান্তর করা;
• কেস ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফট্ওয়্যারে ডাটা পোস্টিং এবং আপডেট করণ এবং প্রকল্প বাস্তবায়ন ইউনিটের চাহিদা অনুযায়ী তাদের বিশ্লেষণ করা;
• সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, এবং অন্যান্য বিষয়ে সংগঠিতকরণ কর্মসূচির আয়োজনে সহায়তা করা;
• মাসিক, ত্রৈমাসিক, এবং অর্ধ-বার্ষিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করতে সহায়তা করা এবং
• ব্যবস্থাপনার দ্বারা নির্ধারিত অন্য যেকোনো কাজ সম্পাদন করা।
শিক্ষাগত ওঅন্যান্য যোগ্যতা
• সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম/সমাজ কল্যাণ/সমাজবিজ্ঞান/মনোবিজ্ঞান/ক্লিনিক্যাল সাইকোলজি/ শিক্ষা মনোবিজ্ঞান/শিক্ষা/কৃষি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি;
• পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণ করা হবে না;
• কেস ম্যানেজমেন্ট, কাউন্সেলিং, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) প্রশিক্ষণকে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে;
• সফট্ওয়্যার অপারেশন এবং রিপোর্টিংসহ মাইক্রোসফট্ অফিসের ভাল অপারেটিং দক্ষতা (বিশেষ করে MS Word, MS Excel, MS PowerPoint) অপরিহার্য দক্ষতা হিসাবে বিবেচিত হবে; এবং
• ইংরেজি ও বাংলায় যোগাযোগ দক্ষতা (লিখিত ও মৌখিক) থাকা আবশ্যক
• প্রকল্প এলাকার স্থানীয় ভাষায় কথা বলা এবং বোঝা অতিরিক্ত দক্ষতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা
উন্নয়ন সংস্থায় কেস ম্যানেজমেন্ট/সাইকোসোশাল কাউন্সেলিং/ইনফরমেশন ম্যানেজমেন্ট/প্রশিক্ষণে কমপক্ষে ৫ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
কর্মস্থল: প্রয়াসের কর্মএলাকা; অধিক ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকতে হবে।
নিয়োগের সময়কাল: অস্থায়ী ভিত্তিতে ৫ বছর (পারফরম্যান্সের উপর ভিত্তি করে নিয়েগের মেয়াদ বৃদ্ধি হতে পারে)
বেতন ও ভাতা: মাসিক সর্বসাকুল্যে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার টাকা) এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। (বাংলাদেশের আইন অনুযায়ী সকল প্রযোজ্য কর সহ)
অন্যান্য শর্তাবলীঃ
১. চাকুরিতে যোগদানের সময় সকল পদের জন্য এক মাসের বেতন ভাতার সমপরিমান অর্থ নগদ ফেরৎযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে।
২. আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা/সাক্ষাতকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মুল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন পত্রের ফটোকপি সহ উপস্থিত হতে হবে।
৩. পরীক্ষার সময়সূচি মোবাইল/ ই-মেইল এর মাধ্যমে জানানো হবে।
৪. পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫. আবেদন করার জন্য এই লিংকে https://jobs.proyas.org/jobs/38/apply গিয়ে আবেদন করতে হবে।
৬. আবেদন পাঠানোর শেষ তারিখ ২৫/০৯/২০২২
বিঃদ্রঃ আবেদনের নির্ধারিত ফর্মের কোন তথ্য আপনার জন্য না হয়ে থাকলে Not Applicable অথবা N/A লিখুন। যেমনঃ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে Masters
অনলাইন আবেদন হেল্প ডেক্স ০১৭১৩-২৪৮৫৬৪