প্রজেক্ট অফিসার

Published at: 18/04/2024 - 03:59:55 PM Deadline: 28/04/2024 - 11:59:59 PM Fees: 0.00 Taka

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (যার সনদ নং ০০৯৭৮-০০৯৮৬-০০২৪৮)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন বানিজ্যিক ব্যাংক এর অর্থায়নে পরিচালিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এর ইউএসএআইডি’র অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত“এফএসটিআইপি” প্রকল্পের জন্য “প্রজেক্ট অফিসার” পদে একজন লোক নিয়োগ করা হবে। প্রকল্পটি মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচেছ।


মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (যার সনদ নং ০০৯৭৮-০০৯৮৬-০০২৪৮)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন বানিজ্যিক ব্যাংক এর অর্থায়নে পরিচালিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এর ইউএসএআইডি’র অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত“এফএসটিআইপি” প্রকল্পের জন্য “প্রজেক্ট অফিসার” পদে একজন লোক নিয়োগ করা হবে। প্রকল্পটি মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচেছ। পদের বিস্তারিত শর্তাবলী (ToR) নিচে দেওয়া হলো। দায়িত্ব ও কার্যাবলীঃ ১.উপজেলা ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ২.স্থানীয়সরকার, এনজিও ও বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ৩.স্বেচ্ছাসেবকগনকে প্রকল্পের কর্মসূচীতে অন্তর্ভূক্ত করে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতে হবে এবং তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করতে হবে। ৪.ইউনিয়ন, উপজেলা ও জেলাপর্যয়ে প্রশিক্ষণ প্রদানে দক্ষতা থাকতে হবে। ৫.মানবপাচার, বাল্যবিয়েরজন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী খুঁজে বের করে তাদেরকে বিভিন্ন সেবার সাথে সম্পৃক্ত করতে হবে। ৬.মাসিক, ত্রৈমাসিকসহ বিভিন্ন ধরণের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করতে হবে। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ * সরকার অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতককোত্তর। * মানবপাচার, নিরাপদ অভিবাসন ও বাল্য বিয়ে বিষয়ে অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে। * মাইক্রোসফট অফিস প্যাকেজে ভালো অপারেটিং দক্ষতা থাকতে হবে। * বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই দক্ষ যোগাযোগ এবং প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতাঃ উন্নয়ন সংস্থায় ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা। বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৫ বছর। কর্মক্ষেত্রঃ নওগাঁ জেলার আত্রাই, রানীনগর, পোরশা উপজেলাসহ প্রয়াসের এফএসটিআইপি প্রকল্পের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগের সময়কালঃ অস্থায়ীভিত্তিতে ২ বছর (প্রকল্পের মেয়াদের উপর ভিত্তি করে নিয়োগের সময়কাল বৃদ্ধি হতে পারে। বেতন ও ভাতাঃ মাসিক সর্বসাকুল্যে ২৬,৪০০/-(ছাব্বিশহাজার, চারশতটাকা) এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। (বাংলাদেশের আইন অনুযায়ী সকল প্রযোজ্য করসহ) অন্যান্য শর্তাবলীঃ ১.চাকুরিতে যোগদানের সময় সকল পদের জন্য এক মাসের বেতনভাতার সমপরিমান অর্থ নগদ ফেরৎ যোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে। ২.আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা/সাক্ষাতকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূলসনদপত্র ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনপত্রের ফটোকপি সহ উপস্থিত হতে হবে। ৩.পরীক্ষার সময় সূচি মোবাইল/ই-মেইল এর মাধ্যমে জানানো হবে। ৪.পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকারটিএ/ডিএপ্রদান করা হবে না। ৫.আবেদনকরারজন্য এই লিংকে http://jobs.proyas.org/jobs/55 গিয়ে আবেদন করতে হবে। ৬.আবেদন পাঠানোর শেষ তারিখ ২৮/০৪/২০২৪ ইং ৭.দ্রুততমসময়ে যোগদানের মানসিকতা থাকতে হবে।

 

Any query please contact:

Mst. Mahmuda Akter Jui

Proyas Manobik Unnayan Society

Contact: 09666-752375

 

Apply on this job